বেজার নির্বাহী সদস্য হলেন মেজর জেনারেল (অব.) নজরুল ইসলাম

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম। রোববার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

নজরুল ইসলাম এর আগে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে তার বর্ণাঢ্য ও গৌরবময় কর্মজীবনে বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বেজায় যোগদানের পর তিনি সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত পাঁচটি অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রমকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগ উপযোগী করে গড়ে তোলার জন্য কাজ করবেন। অর্থনৈতিক অঞ্চলগুলো হলো চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড), শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল ও জাপানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড)।

নির্বাহী সদস্য হিসেবে নজরুল ইসলামের যোগদানের ফলে বেজার পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতিশীলতা সৃষ্টি করবে বলে প্রত্যাশা করছে সংস্থাটি।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ