বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার মাদরাসাঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের বহনকারী বাসে হামলা চালানো হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নেতা-কর্মীরা খুলনা থেকে ঢাকায় আসছিলেন। এই হামলায় বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী অবস্থান করছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে দুই দিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হচ্ছে। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালন করা হবে।
এদিকে মঙ্গলবার সকাল থেকেই শহীদ মিনার চত্বরে ছাত্র-জনতা জড়ো হতে থাকে। বেশিরভাগেই এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। শহীদ মিনারের মূল বেদীতে মঞ্চ তৈরি করা হয়েছে।