দেশের ক্রিকেটে ব্যস্ততা পুরোদমে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সদ্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করেছে। অনূর্ধ্ব ১৯ নারী দল খেলছে এশিয়া কাপ। সিলেটে চলমান এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এরপরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর।
এদিকে, চলতি বছরে শেষবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির বোর্ড মিটিং। আগামীকাল (শনিবার) মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে এই বোর্ড মিটিং। যা শুরু হবে বিকেল তিনটা থেকে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।
বছরের শেষ বোর্ড মিটিংয়ের আলোচনায় থাকবে কয়েকটি বিষয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ আসন্ন বিপিএল। এ ছাড়া এনসিএল টি-টোয়েন্টির বিষয় তো থাকছেই। আলোচনা হতে পারে অধিনায়কত্ব ইস্যু নিয়েও। জাতীয় দলের হয়ে আর অধিনায়কত্ব করতে চান না নাজমুল হোসেন শান্ত। সেক্ষেত্রে নতুন অধিনায়ক ইস্যুতেও হতে পারে আলোচনা।
এ ছাড়া বিসিবির স্ট্যান্ডিং কমিটি নিয়েও এখনো বিস্তারিত জানা যায়নি। কবে নাগাদ ঘোষণা হতে পারে সেটিও অনিশ্চিত।