ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় গ্রামাডো শহরে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। উড্ডয়নের কিছুক্ষণ পরই আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় সেটি। এতে প্লেনের সব আরোহী নিহত হওয়ার পাশাপাশি মাটিতে থাকা স্থানীয় আরও কয়েকজন আহত হন।
ব্রাজিলের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, রোববার (২২ ডিসেম্বর) টুইন-ইঞ্জিনের পাইপার পিএ-৪২-১০০০ মডেলের প্লেনটি কানেলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরেই একটি বাড়ির চিমনি ও অন্য একটি বাড়ির দ্বিতীয় তলায় ধাক্কা খেয়ে একটি দোকানের ওপর বিধ্বস্ত হয় সেটি।
রিও গ্রান্ডে দো সুলের গভর্নর এডুয়ার্দো লেইটে নিশ্চিত করেছেন, প্লেনটির মালিক ও পাইলট লুইজ ক্লদিও গালেয়াজি এবং তার পরিবারের নয় সদস্য এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গালেয়াজি অ্যান্ড অ্যাসোসিয়াডোস কোম্পানি জানিয়েছে, নিহতদের মধ্যে গালেয়াজির স্ত্রী এবং তিন মেয়ে ছিলেন।
গালেয়াজির কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, লুইজ গালেয়াজি তার পরিবার এবং কর্মক্ষেত্রে তার নেতৃত্বের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমরা এই শোকের মুহূর্তে সবার সমবেদনা এবং সহমর্মিতার জন্য কৃতজ্ঞ।
গভর্নর আরও জানান, প্লেন বিধ্বস্ত হওয়ার সময় মাটিতে থাকা ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন।
গ্রামাডো শহরটি সেররা গাউশা পর্বতমালায় অবস্থিত। এটি ক্রিসমাস মৌসুমে পর্যটকদের জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্য।
ব্রাজিলে এর আগে ২০২৩ সালে দক্ষিণ-পূর্বের ভিনহেদো শহরে আরেকটি প্লেন দুর্ঘটনায় ৬২ জন নিহত হয়েছিলেন। সেটি দুই দশকের মধ্যে ব্রাজিলের সবচেয়ে ভয়াবহ প্লেন দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়।
সূত্র: আল-জাজিরা