ভারত ছেড়ে লন্ডনে সংসার শুরু করলেন কোহলি-আনুশকা

প্রথম সন্তান জন্মের পর থেকেই ভারতকে কার্যত বিদায় জানিয়েছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। বহুদিন হয়ে গেল, অভিনয় জগৎ থেকেও দূরে আছেন আনুশকা। কিন্তু কেন? প্রশ্ন ঘুরছে অনেকের মনেই।

এবার কোহলি-আনুশকার ভারত ছাড়ার কারণ জানালেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক শ্রীরাম নেনে।

এক পডকাস্টে অভিনেত্রীর স্বামী জানান, ভারত ছেড়ে দেওয়ার কারণ তাকে নিজেই জানিয়েছিলেন আনুশকা। কারণটি অপ্রিয় হলেও তা মেনে নিয়েছেন দম্পতি।

শ্রীরামের কথায়, ‘আনুশকা আমাকে জানিয়েছিল, সাফল্য উদযাপন বাদে এই দেশে তারা কিছুতেই করতে পারে না। যাই করুক না কেন, তাই সাধারণে মনোযোগ আকর্ষণ করবেই।’

নিজের কথাও টেনে এনেছেন নেনে। তিনি যোগ করেন, ‘সবসময়েই সেলফি মোমেন্ট। ডিনার বা লাঞ্চে গেলেও একই জিনিস। ভালো ব্যবহারও করতে হয়।’

ছেলে-মেয়েকে যাতে গ্ল্যামার দুনিয়া থেকে দূরে নিয়ে গিয়ে সাধারণভাবে মানুষ করতে পারেন আনুশকা-বিরাট, সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

পাপারাৎজির আবদার, সেলফির ভিড় থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে চান তারা। আর পাঁচজনের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠুক তাদের দুই সন্তান ভামিক ও অকায়– এমনটাই চান বিরুষ্কা দম্পতি।

জন্মের পর থেকেই ছেলে-মেয়েদের ক্যামেরার সামনে আনেননি বিরাট ও আনুশকা। পাপারাৎজিও যাতে ছবি না তোলে সন্তানদের, এমনটাই অনুরোধ জানিয়েছিলেন তারা। যদিও ফাঁস হয়ে গিয়েছিল ভামিকার ছবি। অকায়ের ক্ষেত্রে যদিও অনেক বেশি সাবধানী বিরাট-আনুশকা।

আর এই সাবধানী চিন্তাভাবনা থেকেই ভারত ছেড়ে লন্ডনে সংসার পেতেছেন এই দম্পতি। সেখানেই বড় হবে তাদের দুই সন্তান।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া