আইন লঙ্ঘন করে ভ্যানগার্ড এ এম এল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডে ওয়ান থেকে এ এফ সি হেল্থ লিমেটেডে ৪ কোটি টাকা বিনিয়োগ করার অপরাধে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে ১০ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সঙ্গে সাউথইস্ট ব্যাংকের দুই উদ্যোক্তা পরিচালককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি দুয়ার সার্ভিস পিএলসি’র কিউআইও সম্মতি পত্র বাতিল করা হয়েছে। এছাড়া ঋণকে ইক্যুইটিতে রূপান্তরের বিষয়ে ড্যাফোডিল কম্পিউটারের আবেদন নামঞ্জুর করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
বুধবার (২৩ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুনঃ সাকিবকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা
তিনি জানান, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কর্তৃক ব্যবস্থাপনা করা ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান ফান্ড থেকে ২০১৭ সালে এএফসি হেল্থ লিমিটেড-এ ৪ কোটি টাকা বিনিয়োগের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন লঙ্ঘিত হয়। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট ফান্ডের ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বিধায় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে ৩০ দিনের মধ্যে ৯ কোটি টাকা উক্ত ফান্ডে ফেরত বা জমা দিতে আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়। এই অর্থ ফেরত বা জমা দিতে ব্যর্থ হওয়ায় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে ১০ কোটি টাকা অর্থদন্ড আরোপেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি আরও জানান, এই অনিয়ম সংঘটিত হওয়ার পেছনে মিউচুয়াল ফান্ডটির ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডক (বিজিআইসি) যথাযথ তদারকি ও দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট ফান্ডের ইউনিট হোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বিধায় ট্রাস্টি বিজিআইসি-কে ১ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আবুল কালাম জানিান, বিধিবহির্ভূতভাবে প্রভিশন পিরিয়ডে (২০২০ সালের ১ নভেম্বর থেকে ২০২১ সালের ৯ মে পর্যন্ত) সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ফারজানা আজিম ও ও তার ভাই মামুন আজ ব্যাংকটির শেয়ার লেনদেন করার কারণে উভয়কে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসইসির মুখপাত্র জানান, দুয়ার সার্ভিসেস পিএলসি’র চলতি বছরের ২৫ জুনের কিউআইও প্রত্যাহার সংক্রান্ত আবেদনটি কমিশন কর্তৃক গৃহীত হয়। এর প্রেক্ষিতে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর কমিশন থেকে কোম্পানিটির কিউআইও সম্মতিপত্রটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, ড্যাফোডিল কম্পিউটার পিএলসি তার সহযোগী প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি কনসান-এর কাছ থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে প্রতিটি ১০ টাকা মূল্যে ৪ কোটি ৬৭ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধি তথা ঋণকে ইক্যুইটিতে রূপান্তরের আবেদন কমিশন নামঞ্জুর করেছে।
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ