মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে দেশের একমাত্র উৎপাদনশীল ভূগর্ভস্থ পাথর খনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে এই পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়।

খনি সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে খনিটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এর একমাস পর খনিটি উৎপাদনে ফেরে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি.এম. জোবাইয়ের হোসেন বলেন, টেকনিক্যাল কারণে মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা থেকে খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। তবে বিষয়টি বিশেষজ্ঞরা দেখছেন, আশা করা যায় দ্রুতই খনিটি থেকে পাথর উত্তোলন শুরু হবে।