বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি এবং গভর্নিং বডির সভাপতি হতে হলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে আলিম ও সমমানের মাদ্রাসার ক্ষেত্রে সভাপতি পদপ্রার্থীকে অবশ্যই কামিল অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অন্যদিকে, দাখিল ও সমমানের মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হতে প্রয়োজন হবে ফাজিল অথবা স্নাতক ডিগ্রি।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন নিয়ম কার্যকর করার জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল মাদ্রাসা শিক্ষা বোর্ডও এ বিষয়ে একটি ‘স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি’ প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী, অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে সভাপতি মনোনয়নের সময় এই শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করতে হবে। আলিম পর্যায়ের মাদ্রাসার জন্য কামিল বা স্নাতকোত্তর এবং দাখিল পর্যায়ের মাদ্রাসার জন্য ফাজিল বা স্নাতক ডিগ্রিধারীরাই কেবল সভাপতি পদের জন্য বিবেচিত হবেন।
একইসঙ্গে এই নতুন নিয়ম বাস্তবায়নের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের আওতাধীন সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও পরিচালনা কমিটিকে অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের এই পদক্ষেপ বেসরকারি মাদ্রাসাগুলোর ব্যবস্থাপনা কমিটিতে মানসম্মত নেতৃত্ব নির্বাচন এবং প্রশাসনিক কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।