বাংলাদেশের পণ্য প্রবেশে যে উচ্চহারের শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তা কমানোর জন্য দর কষাকষি চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একইসঙ্গে এ প্রসঙ্গে এখনই মন্তব্য করে কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে চান না বলেও জানান তিনি।
বুধবার (১৬ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনী উদ্ধোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তৌহিদ হোসেন।
আরও পড়ুনঃ মালয়েশিয়া সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ প্রসঙ্গে আসলে আমি কিছু বলতে চাই না। বলতে চাই না এ কারণে যে, নেগোসিয়েশন এখনো চলমান। নেগোসিয়েশন চলমান অবস্থায় এ নিয়ে কমেন্ট করে…আমি যেহেতু সরকারের মানুষ সরকারের পক্ষ থেকে আমি কোনো বিব্রত পরিস্থিতি সৃষ্টি করতে চাই না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের (গোপনীয়তার চুক্তি) কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। নন-ডিসক্লোজার চুক্তির প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, নন-ডিসক্লোজার চুক্তি হতেই পারে, এই তথ্যটা আমরা গোপন রাখব। এক্ষেত্রে কী হবে না হবে…আমি কিন্তু সব কিছু জানিও না। আমি এই সম্পর্কে কোনো কমেন্ট করতে চাই না। যেহেতু নেগোসিয়েশন চলছে, দেখি ফলাফল কী দাঁড়ায়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী আগস্ট থেকে কার্যকর হবে।
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ।