মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাশেদ আহমেদ চৌধুরী। এই দায়িত্বভার গ্রহণের আগে তিনি অত্র ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. আরিফ দৌলা।
৩০ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩২০ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রাশেদ আহমেদ চৌধুরী এবিসি বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড এবং বঙ্গ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া, তিনি অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড (এবিসি) এবং এবিসি রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক।
এর আগে তিনি ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত অত্র ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) বোর্ড অফ ট্রাস্টিজের একজন প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং প্রাক্তন চেয়ারম্যান। তিনি ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সভাপতি এবং ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালের (আইআইইআইএন্ডএইচ) ব্যবস্থাপনা কমিটির সদস্য। তিনি চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, যুক্তরাজ্যের একজন সদস্য।
ড. আরিফ দৌলা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি জানুয়ারি ২০১২ থেকে ফেব্রুয়ারি ২০১৪ পর্যন্ত ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।
ড. দৌলা দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প-গ্রুপ এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেড এবং স্টকাস্টিক লজিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া, তিনি এসিআই-সিও-আরও বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান, এসিআই হেলথ কেয়ার লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং এসিআই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক হিসেবেও যুক্ত আছেন।
ড. দৌলা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়াগো থেকে গণিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি আমেরিকান ম্যাথেমেটিক্যাল সোসাইটির সদস্য এবং ২০০৯ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক “ইয়াং গ্লোবাল লিডার” হিসেবে সম্মানিত হন।
এছাড়া তিনি বর্তমানে বাংলাদেশে বেলজিয়ামের সম্মানসূচক কনসাল হিসেবেও দায়িত্বরত রয়েছেন। তিনি সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট (এসপিবিএ)-এর বোর্ড অব গভর্নরস্-এর সদস্য হিসেবেও নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।