মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) আশুলিয়া উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ মে) ঢাকা জেলার সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব জামগোড়ার আশরাফ প্লাজায় এই উপ-শাখা উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আকতার আশুলিয়া উপ-শাখার শাখা ব্যবস্থাপক অসীম কুমার দাস, গ্রাহক এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান, এলাকা প্রধান, ক্লাস্টার প্রধানরাও উপস্থিত ছিলেন।
এমডি ও সিইও তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের ধন্যবাদ জানান এবং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সঙ্গে সম্পর্ক তৈরি করার অনুরোধ জানান। তিনি গ্রাহকদের সর্বোত্তম গ্রাহক সেবা দেওয়ার জন্য শাখা কর্মকর্তাদের নির্দেশনাও দেন।
তিনি গ্রাহকদের যে কোনো জায়গা থেকে এবং যে কোনো সময় আধুনিক ব্যাংকিং সেবা উপভোগ করতে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহার করার জন্য আবেদন করেন।
অনুষ্ঠানের শুরুতে ব্যাংক ও দেশের কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সর্বশক্তিমান আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান রাশাদুল আনোয়ার।