মিডল্যান্ড ব্যাংক ও পিৎজা হাটের মধ্যে সমঝোতা স্মারক সই

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) এবং পিজ্জা হাটের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক রেস্টুরেন্ট চেইন পিৎজা হাট পিৎজা ও অন্যান্য খাবারের জন্য সুপরিচিত।

সম্প্রতি গুলশান-২ এ মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সমঝোতা স্মারক সই হয়।

মিডল্যান্ড ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার মো. নাজমুল হুদা সরকার এবং পিৎজা হাটের হেড অব মার্কেটিং ফারহান হাদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুনঃ মিডল্যান্ড ব্যাংকের বনানী শাখা এখন কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে

এই চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংকের প্রতিটি কার্ডধারী একটি ফ্রি পিৎজা কুপন (মূল্য ২৯৯ টাকা, ‘আলটিমেট হট চিকেন–পার্সোনাল পিৎজা’) উপহার হিসেবে পাবেন। প্রতিটি কুপন শুধু একবার ব্যবহারযোগ্য এবং কমপক্ষে ৫০০ টাকার নিয়মিত মেনুর (আ-লা-কার্ট) কেনাকাটার ক্ষেত্রে দেশের যে কোনো পিৎজা হাট আউটলেটে ব্যবহারযোগ্য। এই কুপন কেবল আ-লা-কার্ট মেনুর জন্য প্রযোজ্য এবং কোনো কম্বো মিল, ডিল বা অফারের জন্য ব্যবহারযোগ্য নয়।


সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান এবং পিৎজা হাটের ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. আকিব সিকদার নিলয়সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ