যুদ্ধ নিয়ে রোম্যান্টিসিজম বন্ধ করুন : শ্রীলেখা

ভারত-পাকিস্তান উত্তেজনা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে। গত বৃহস্পতিবার রাত থেকেই নিয়ন্ত্রণরেখায় কখনো গোলাগুলি, আবার কখনো সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত-পাকিস্তান ড্রোন হামলা, সব মিলিয়ে জটিল হচ্ছে পরিস্থিতি।

দুই দেশের গণমাধ্যমেই একাধিক সাধারণ নাগরিক, সেনা জওয়ানদের প্রাণনাশের খবরও মিলছে। সেরকমই একটি খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, যুদ্ধের ‘বিরোধিতা’য় আওয়াজ তুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

ভারতীয় সংবাদমাধ্যমেরদর দাবি, বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানি বাহিনীর গুলিতে শ্রী সত্য সাই জেলার মুরলী নায়েক (২৭) নামে এক ভারতীয় সেনা জওয়ান শহীদ হন।

সেনাবাহিনীর সেই সদস্যের মৃত্যুর কবর শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘আমরা নিজেদের ঘরে আরামে থেকে কথা বলি আর তাদের চূড়ান্ত মূল্য দিতে হয়। একটি তরুণ খুব তাড়াতাড়ি জীবনের মায়া ত্যাগ করে চলে গেল। এর জবাব কে দেবে? তাই আমি চিৎকার করে বলব, যুদ্ধ শেষ হোক! মানবতা জেগে উঠুক।’

শ্রীলেখা চাচ্ছেন, যুদ্ধ নিয়ে সকল ধরণের বাড়াবাড়ি, রোম্যান্টিসিজম বন্ধ হোক। তার কথায়, ‘সকলের উচিত প্রশ্ন তোলা। যুদ্ধ নিয়ে রোম্যান্টিসিজম বন্ধ করুন। এর পরিণতি কখনোই ভালো হতে পারে না। এই নৃশংসতার শিকার সকল পক্ষের জন্য আমর প্রার্থনা। আপনারা ততক্ষণ না হয় আত্মসমালোচনা করুন।’

এদিকে, শনিবার ভারতের ‘অপারেশ সিঁদুর’-এর পাল্টা পাকিস্তান শুরু করল ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’! এদিন ভোররাতেই ভারতের বড় বড় শহরে ড্রোন হামলা চালানো হয়। এতে কয়েকজনের মৃত্যুর খবরও মিলেছে।