নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে নির্বিঘ্ন ইবাদতের পরিবেশ নিশ্চিত করতে আরএফএল ওয়াটার পাম্প ‘স্বস্তির প্রার্থনা’ নামে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী মসজিদ ও মাদ্রাসায় বিনামূল্যে পানির পাম্প রিপেয়ার সার্ভিস প্রদান করা হচ্ছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ৩০ মার্চ পর্যন্ত।
রমজান মাসে মসজিদ ও মাদ্রাসায় পানির চাহিদা বাড়ে। আরএফএল ওয়াটার পাম্প এই উদ্যোগের মাধ্যমে নিরবচ্ছিন্ন পানির সরবরাহ নিশ্চিত করতে চায়, যেন ধর্মপ্রাণ মানুষেরা স্বস্তিতে ইবাদত করতে পারেন। আরএফএলের কাস্টমার কেয়ারের টোল-ফ্রি নাম্বারে (০৮০০৭৭৭৭৭৭৭) কল করে অথবা আরএফএল ওয়াটার পাম্প-এর অফিসিয়াল ফেসবুক পেজে বার্তা পাঠানোর মাধ্যমে এ সেবা পাওয়া যাবে।
আরএফএল গ্রুপের হেড অফ মার্কেটিং মো. শরিফুল ইসলাম বলেন, রমজান সংযম ও ইবাদতের মাস। ধর্মপ্রাণ মুসলমানরা যাতে নির্বিঘ্নে ইবাদত করতে পারেন, সেলক্ষ্যে আমাদের এ উদ্যোগ। আরএফএল গ্রুপ সবসময় মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়, আর এ কার্যক্রম তারই প্রতিফলন।
রমজানে স্বস্তির প্রার্থনায় আরএফএলওয়াটার পাম্পের ফ্রি সার্ভিস
