রাজধানীতে আতশবাজি পোড়াতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫

রাজধানীতে খ্রিস্টীয় নব বর্ষবরণের সময় আতশবাজি পোড়াতে গিয়ে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে দগ্ধ হন তারা। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয় তাদের। দগ্ধরা হলেন– ফারহান (৮), সিফান মল্লিক (১২), সুমাত (২০), সেন্টু (৪৫) ও তফসির (৩)।

বিষয়টি আজ বুধবার সকালে নিশ্চিত করেছেন হাসপাতালটির জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, নববর্ষে আতশবাজি পোড়াতে গিয়ে শিশুসহ পাঁচজন দগ্ধ হলে তাদের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে ফারহান ১৫ শতাংশ, সিফান মল্লিকের ১ শতাংশ, সুমাতের ১ শতাংশ, সেন্টুর ২ শতাংশ ও তফসিরের ২ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি থাকায় ফারহানকে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বছরের মতো এবারও থার্টি ফার্স্ট নাইট উদযাপন ও খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে ২০২৫ বরণ উপলক্ষে আতশবাজি পোড়ানো, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় এ উপলক্ষে নানা কর্মসূচি।