রাজশাহী তানোরে দুটি বাসের ৬ জন বাস শ্রমিক, একজন মালিক ও একজন শ্রমিক প্রতিনিধিকে মারধরের অভিযোগ উঠেছে সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে। তাদের মারধরে আহত হওয়ার ঘটনায় রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিক ও শ্রমিকরা।
জানা যায়, আজ সোমবার (১৬ ডিসেম্বর) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে তানোর গোল্লাপাড়া বাজারে দুটি বাসের ৬ জন শ্রমিককে পিটিয়ে আহত করেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। পরে খবর পেয়ে আহত শ্রমিকদের উদ্ধার করতে গেলে ১ জন বাস মালিক ও ১ জন শ্রমিক প্রতিনিধিকেও পিটিয়ে আহত করেন তারা।
বাস পরিবহণের শ্রমিক ও মালিককে মারধরের প্রতিবাদে আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে রাজশাহীর কোনো রুটেই বাস ছাড়ছেন না বাস মালিক ও শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। নগরীর শিরোইল বাস টার্মিনালে যাত্রীবাহী বাস দিয়ে রাস্তা অবরোধ করে রাখেন বাস শ্রমিকরা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে রাস্তা অবরোধ তুলে দেয়।
বাস চলাচল বন্ধের বিষয়ে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘তানোরে সিএনজিচালিত অটোরিকশার চালকরা আমাদের ২ বাসের ছয়জন শ্রমিককে পিটিয়ে রক্তাক্ত করেছেন। শ্রমিকরা বাস চালাবে না যতক্ষণ না এ মারধরের মীমাংসা হয়। বারবার মার খেয়ে তারা বাস চালাবেন না বলে আমদের সাফ জানিয়ে দিয়েছেন। আমাদের কথাও শুনতে চান না, কারণ বিভিন্ন রুটে তারা বারবার মার খাচ্ছেন।
তিনি আরো বলেন, ‘অবৈধ সিএনজিচালিত অটোরিকশারচালকদের যেখানে রাজশাহী তানোর রুটে ৪০টা সিএনজি চালানোর কথা সেখানে ডাবল চালাচ্ছেন। এটা নিয়ে কথা বলতে গিয়ে আমাদের শ্রমিকরা মার খেয়ে রক্তাক্ত হয়েছেন, তানোরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশও যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।’
তানোর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।