লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রুপালী হক চৌধুরী।
রুপালী চৌধুরী বাংলাদেশের করপোরেট জগতে একটি পরিচিত নাম এবং গত চার দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি করপোরেট গভর্নেন্স এবং শিল্পের প্রবৃদ্ধি অর্জনে নেতৃত্ব প্রদানে অনন্য উদাহরণ তৈরি করেছেন। লাফার্জহোলসিম এর পরিচালনা পর্ষদে তার অন্তর্ভূক্তি কোম্পানিটির জন্য মূল্যবান সংযোজন।
লাফার্জহোলসিম বাংলাদেশ এর চেয়ারম্যান ক্রিস্টফ হ্যাসিগ বলেন, “আমরা রুপালী চৌধুরীকে পরিচালনা পর্ষদে স্বাগত জানাতে পেরে আনন্দিত। বাংলাদেশে আমাদের কার্যক্রম সম্প্রসারণ ও প্রবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষায় তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব প্রদানের সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
রুপালী চৌধুরী বর্তমানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ এর সভাপতি, বাংলাদেশ ইকোনোমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশন এর উর্ধ্বতন সহ-সভাপতি, বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এর স্বতন্ত্র পরিচালক, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, বার্জার ফসরক লি., জেনসন অ্যান্ড নিকলসন (বাংলাদেশ) লি. এবং বার্জার বেকার বাংলাদেশ লি. এর পরিচালক হিসেবে গুরত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রী অর্জন করেন।
লাফার্জহোলসিম বাংলাদেশের নতুন স্বতন্ত্র পরিচালক রুপালী চৌধুরী
