লামা উপজেলার সব রিসোর্ট বন্ধ ঘোষণা

বান্দরবানের লামা উপজেলার সব রিসোর্ট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের ঢালুতে অবস্থিত প্রায় ৭৫টি রিসোর্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন।

তিনি জানান, মিরিঞ্জা ভ্যালিসহ লামার প্রায় সবগুলো রিসোর্ট পাহাড়ের ঢালুতে থাকায় আগত পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সকলের সম্মতিক্রমে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব রিসোর্ট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর,বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান আজ বৃষ্টিপাত কম,আগামী শুক্রবার ও শনিবার মাত্রা কম থাকলেও ১৩ই জুলাই হতে মাঝারি ও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা আছে।

এদিকে ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত থাকায় পূর্ব সতর্কতার বিষয়ে বান্দরবান জেলার সাতটি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তাদের তাদের স্ব স্ব স্থানে নজরদারি বৃদ্ধিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত থাকলেও আজ দুপুরের পর থেকে কোনো বৃষ্টিপাত হয়নি।