হলিউডের সিনেকুয়েস্ট এবং তাসভির চলচ্চিত্র উৎসবের পরে এবার মধ্যপ্রাচ্যের অস্কার কোয়ালিফাইং উৎসব ‘১৮তম বৈরুত শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এর ‘ল্যান্ড, পিস এন্ড জাস্টিস’ বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছে তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু নির্মিত ‘নট আ ফিকশন’। এই নিয়ে টানা ৩য় বারের মতো অস্কার-কোয়ালিফাইং উৎসবে সিলেকশন পেলো আইনবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে এক শটে নির্মিত বাংলাদেশী এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। যুদ্ধবিধ্বস্ত লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্র উপকূলবর্তী মাউন্ট লেবানন গভর্নোরেট এর এবিসি থিয়েটারে আগামী ২৬ থেকে ৩০ নভেম্বর, ২০২৪ পর্যন্ত চলবে এই উৎসব।
ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং সমস্ত লেবানন জুড়ে চলমান ইসরায়েলি তাণ্ডবের বিরুদ্ধে জনমত গঠনের জন্য ‘ল্যান্ড, পিস এন্ড জাস্টিস’ বিভাগটি এবার উৎসব কর্তৃক বিশেষভাবে কিউরেট করা হয়েছে; যেখানে সারাবিশ্ব থেকে মাত্র ১০ টি ছবি নির্বাচিত হয়েছে যার মধ্যে আছে বাংলাদেশের ‘নট আ ফিকশন’।
‘ল্যান্ড, পিস এন্ড জাস্টিস’ বিভাগটি বিশেষভাবে এমনসব চলচ্চিত্রকে হাইলাইট করার জন্য ডিজাইন করা হয়েছে যেগুলো মাতৃভূমি, শান্তি এবং ন্যায়বিচারের অন্তর্নিহিত বিষয়গুলিকে অন্বেষণ করে। সারাবিশ্বে যেসব সম্প্রদায় বাস্তচ্যুতি, গৃহযুদ্ধ এবং আইনবহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবতাবিরোধী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সেইসব সম্প্রদায়ের সংগ্রামকে প্রতিফলিত করে, তাদের জাতীয় পরিচয়ের সাথে মাতৃভূমির অধিকার বিষয়ক গল্পগুলোর উপরে জোর দেয়। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য একটি ন্যায়সঙ্গত সমাজ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তিপূর্ণ একটি পৃথিবী নির্মাণে মানবজাতিকে অনুপ্রাণিত করা।
শাহনেওয়াজ খান সিজু নির্মিত ‘নট আ ফিকশন’ সিনেমাটি আইনবহির্ভূত হত্যাকান্ডের শিকার হওয়া পৃথিবীর সকল নাগরিককে উৎসর্গ করা হয়েছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটি মূলত একটি ঐতিহাসিক দলীল যা গত ২ যুগে বাংলাদেশের আনাচে কানাচে ঘটে যাওয়া অসংখ্য আইনবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলে।
এর আগে ২০২৩ সালের ২৩ অক্টোবরে ‘নট আ ফিকশন’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিলো কানাডার ১৮তম হ্যামিলটন ফিল্ম ফেস্টিভ্যালে যা ছিলো কানাডিয়ান স্ক্রিন এওয়ার্ডস কোয়ালিফাইং একটি উৎসব। এরপর গত ৮ মার্চ, ২০২৪ এ ছবিটির আমেরিকান প্রিমিয়ার হয় সিলিকন ভ্যালির অস্কার কোলাইফাইং উৎসব ‘সিনেকুয়েস্ট ফিল্ম এন্ড ক্রিয়েটিভিটি ফেস্টিভ্যাল’ এ। সিনেকুয়েস্টের পরে গত ১৮ অক্টোবর, ২০২৪ এ ছবিটির ওয়াশিংটন প্রিমিয়ার হয় দক্ষিণ এশিয়ান সিনেমার একমাত্র অস্কার কোয়ালিফাইং উৎসব ‘তাসভির ফিল্ম ফেস্টিভ্যাল এন্ড মার্কেটে’। যুক্তরাষ্ট্রে আলোচিত হবার পরে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম মুবিতে ফিচার করা হয় ছবিটিকে।
এর বাইরে তুরস্কের গোল্ডেন ব্রিজ ইস্তানবুল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, মলদোভার সার্বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং কানাডার সিলভার ওয়েভ ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়েছে ছবিটি।
এছাড়াও আগামী ১০-১৬ নভেম্বর কুয়েতের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘৩য় এআইইউ কুয়েত ফিল্ম ফেস্টিভ্যাল’ এবং আগামী ১০-১৫ ডিসেম্বর তুরস্কের উসাক বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘১০ম ইন্টারন্যাশনাল উসাক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’ এ সেরা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরষ্কারের জন্য লড়বে ‘নট আ ফিকশন’।
সিজুর সঙ্গে নট আ ফিকশনের সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন কান চলচ্চিত্র উৎসবের ফিপ্রেস্কি জুরি এবং প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি এবং লাইলি বেগম। এ ছাড়া এ সিনেমায় অভিনেতা হিসেবে কাজ করেছেন উদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, ঐশিক সামি আহমেদ, রুদ্রনীল আহমেদ, জাওয়াদ সৌধ ও মিথুন। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান স্মরণ ও সৈয়দ তামুর হাসান। ছবিটির সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ ও রনি সাজ্জাদ, কালার করেছেন রাশেদুজ্জামান সোহাগ, সিজিআই এ ছিলেন নাজমুল হাসান তপু, সম্পাদনায় ছিলেন লিওন রোজারিও এবং তানভীর আহমেদ রনি। এছাড়া ছবিটির সহকারী পরিচালক হিসেবে ছিলেন আল আমিন সুমন এবং আমান খান।