বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে কেনা হবে গম 

যুক্তরাষ্ট্র থেকে ২ দশমিক ২০ লাখ মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটি। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ শুল্ক কমানোর দর কষাকষিতে সুবিধা পেতে কিছুটা বেশি দামে এ গম কেনা হচ্ছে।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুনঃ রমজানে ফলের বাজার নিয়ন্ত্রণে শুল্ক-কর কমানোর চিন্তা

এ গমের দাম ও প্রোটিনের হার কেমন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রোটিনের হার কিছুটা বেশি। দামও কিছুটা বেশি পড়বে। তবে তিন উদ্দেশ্যে এ গম কেনা হচ্ছে। এগুলো হচ্ছে- শুল্ক ইস্যুতে দেশটির সঙ্গে দর কষাকষিতে সহায়তা পাওয়া। একই সঙ্গে গম আমদানির বিকল্প উৎস সন্ধান এবং প্রোটিনের হার কিছুটা বেশি।

অর্থ উপদেষ্টা জানান, পহেলা আগস্টের আগেই শুল্ক নিয়ে ইউএসটিআরের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ