শুল্ক ফাঁকিতে আমদানি করা বিদেশি পণ্য মজুত-বিক্রি : রমনায় দুজন গ্রেপ্তার

শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা বিদেশি পণ্যবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৭ মে) দুপুর ২টায় রাজধানীর রমনা এলাকায় অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেপ্তারসহ ৫৫০ কার্টন বিদেশি সিগারেট, ৬৫০টি বিদেশি ক্রিম, ৩টি ল্যাপটপ, ১২টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন– আল মামুন (২৭) ও মো. আনোয়ার হোসেন (২৯)। তাদের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়।

বিষয়টি নিশ্চিত করে রমনা গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা বিদেশি পণ্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মতিঝিল থানায় মামলা দায়ের করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।