শেখ হাসিনার এপিএস লিকুর স্ত্রীর জমি জব্দ শেয়ার অবরুদ্ধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা ৫৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে একটি গাড়ি ও চারটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হকের আবেদনে বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর আগে ১৩ জানুয়ারি লিকুর বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক। দুদকের উপপরিচালক মো. আহসানুর কবীর পলাশ বাদী হয়ে দুটি, সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত বাদী হয়ে একটি ও উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, লিকু ও তার স্বজনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১৪৪ কোটি ৫৯ লাখ ১৩ হাজার ১০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে ৩৮ কোটি ৫৭ লাখ ১২ হাজার ৯৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।