সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্ট

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান প্রতিটি মানুষ এ দেশের নাগরিক। বিভিন্ন উপজাতিরাও এ দেশের নাগরিক। ৫৪ বছরে বাংলাদেশের যত অর্জন এতে সকল ধর্মের মানুষের অবদান রয়েছে। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল দেশ হিসেবে বিশ্বে পরিচিত করতে চাই। পার্শ্ববর্তী দেশ ভারত-মিয়ানমার ওখানে সংখ্যালঘুদের অবস্থা দেখুন। তাদের সাথে আমাদের তুলনা করুন। আমাদের দেশেও যে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে না এমনটা নয়।

তিনি বলেন, আমরা কঠোর নির্দেশনা দিয়েছি কোনো উপাসনালয়, কোনো ধর্মাবলম্বী মানুষের ওপর যারা হামলা করে তারা সন্ত্রাসী-কালপ্রিট। তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের বাগাতিপাড়ায় মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, পৃথিবীর বহু জাতি স্বাধীনতার পরে এগিয়ে গেছে। কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় আমরা এগোতে পারিনি। সুযোগ পেলে টাকা লুট করার মন মানসিকতা এটা জঘন্য, এটা কোনো দেশ প্রেমিক মানুষ করতে পারে না।

তিনি বলেন, নামাজি সমাজ করতে পারলে অপরাধ প্রবণতা কমে যাবে। আমরা চাই অপরাধমুক্ত সমাজ হোক। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। অন্তরে হিংসা থাকলে মানবিক গুণাবলী ধ্বংস হয়ে যায়। আমরা দায়িত্ব নেওয়ার পরে সম্প্রীতির আবহ যাতে বজায় থাকে সেজন্য কাজ করে যাচ্ছি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশে ধর্ম মন্ত্রণালয় রয়েছে। সবাই এদেশের নাগরিক, সবার অধিকার সমান।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সংস্কার চলছে। বিভিন্ন বিভাগের সংস্কার হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে।

অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমজাদ হোসাইন, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব প্রমুখ।