মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনায় বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুছ ছাত্তার মিয়ার সই করা একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে আগামী ১০ জুলাইয়ের মধ্যে মাদ্রাসার নিজস্ব ব্যবস্থাপনায় বায়োমেট্রিক হাজিরা মেশিন ক্রয় করে স্থাপন করতে হবে। একইসঙ্গে কর্মরত শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বোর্ডের রেজিস্ট্রারকে জানাতে হবে।
বোর্ডের আওতাধীন দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও পরিচালনা কমিটিকে দেওয়া ওই চিঠিতে আরও বলা হয়েছে, এই সময়ের পরে (১০ জুলাই) মাদ্রাসায় বোর্ডের কর্মকর্তারা আকস্মিক পরিদর্শন করবেন। সেসময় যদি বায়োমেট্রিক হাজিরার যথাযথ ব্যবস্থাপনা পাওয়া না যায় এবং কোনো শিক্ষক/কর্মচারীকে অননুমোদিত অনুপস্থিত পাওয়া যায়, তবে ওই প্রতিষ্ঠান বা শিক্ষক অথবা কর্মচারীর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।