সম্প্রতি তোলা রঙিন ছবিসহ জিইএমএসে তথ্য হালনাগাদ করতে চিঠি

৬ মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) পিডিএস-এর (পার্সোনাল ডাটা শিট) সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব সিনিয়র সচিব/সচিব, সব বিভাগীয় কমিশনার ও সব জেলা প্রশাসককে এ চিঠি পাঠানো হয়েছে। অধীনস্থ সব কর্মকর্তাকে অবহিত করার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।

এতে বলা হয়, অনূর্ধ্ব ৬ মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ জিইএমএস-এ পিডিএস-এর সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।

যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএস-এ পিডিএস-এর তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না বলেও চিঠিতে জানানো হয়েছে।