সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ১০ দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকা ত্যাগ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, এই সফরে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন। সেখানে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি।
সফর শেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ২৫ অক্টোবর দেশে প্রত্যাবর্তন করবেন।