সাইফ পুত্রের সঙ্গে মেয়ের প্রেম নিয়ে মুখ খুললেন শ্বেতা

তারকা বাবা-মায়ের পথ ধরে ইতোমধ্যে অনেক স্টারকিডই নাম লিখিয়েছেন বলিউডে। তবে এ ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছেন সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান। এখনও রুপালি পর্দায় দেখা মেলেনি তার। অন্যদিকে মায়ের দেখানো পথেই পা রেখেছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। কাজ করেছেন সিনেমায়।

দীর্ঘদিন ধরে গুঞ্জন উড়ছে, পলকের সঙ্গে প্রেম করছেন ইব্রাহিম! আবারও সাইফ পুত্রের সঙ্গে মেয়ের প্রেম নিয়ে মুখ খুলেছেন শ্বেতা।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে ইব্রাহিমের সঙ্গে মেয়ের প্রেমের গুঞ্জন উড়িয়ে শ্বেতা তিওয়ারি বলেন, এসব গুঞ্জন এখন আর আমাকে বিরক্ত করে না। চলতি বছরে উপলদ্ধি করেছি, মানুষ শেষের ৪ ঘণ্টা মনে রাখে। এরপর মানুষ ভুলে যাবে, সুতরাং কেন বিরক্ত হবো?

নিজের ব্যক্তিগত জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ইন্টারনেট অনুযায়ী, আমি তিনবার বিয়ে করেছি। এসব বিষয় এখন আমার ওপরে প্রভাব ফেলে না। আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না এবং যখন কোনো সাংবাদিক আপনার সম্পর্কে ভালো কিছু লিখতে আগ্রহী নয়, তখনও এগুলো হতো। অভিনেতাদের নিয়ে নেতিবাচক খবরের বিক্রি বেশি। সেই যুগের সঙ্গে এসব মোকাবিলা করার পর এসব আর তেমনভাবে প্রভাবিত করে না আমাকে।

২০২২ সালের জানুয়ারিতে পলক-ইব্রাহিমের একটি ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। এতে দেখা যায়, ইব্রাহিমের সঙ্গে গাড়িতে যাচ্ছেন পলক। ঠিক তখন পাপারাজ্জিদের দেখে মুখ লুকিয়ে ফেলেন তিনি।

যদিও সেসময় বিষয়টি নিয়ে পলক জানিয়েছিলেন, ‘মাকে মিথ্যা বলেছিলাম যে, আমি বাড়ির দিকে রওনা হয়েছি। কিন্তু রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম ছিল। ওই সময় আমার ছবি তোলায় মুখ ঢেকেছিলাম। কারণ, এই ছবিগুলো দেখলে মা আমাকে মিথ্যাবাদী মনে করতেন।

প্রসঙ্গত, ‘রোজি: দ্য স্যাফরন চ্যাপটার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় পলকের। সিনেমাটি নির্মাণ করেন বিশাল মিশ্রা। তাছাড়াও সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় দেখা যায় পলককে।