সাউথইস্ট ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে মোহাম্মদ রাশেদুল আমিন পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৫ সালে অফিসার হিসেবে আইএফআইসি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি যথাক্রমে ডিবিবিএল ও ওয়ান ব্যাংকে যোগদান করে বিভিন্ন পদে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে ২০১৯ সালে সাউথইস্ট ব্যাংকে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ হতে মাস্টার্স অব কমার্স সম্পন্ন করেন।
সাউথইস্ট ব্যাংকের ডিএমডি পদে মোহাম্মদ রাশেদুল আমিন এর পদোন্নতি
