বীমা খাতে অসামান্য অবদান রাখায় ধারাবাহিকভাবে চতুর্থ বারের মত ‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছে চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স।
গত ২০ ডিসেম্বর ভারতের রাজধানি নয়া দিল্লিতে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে সোনালী লাইফ এর পক্ষ থেকে মর্যাদাপূর্ণ এ পুরস্কার গ্রহণ করেন কোম্পানির সহকারি বাবস্থাপনা পরিচালক সত্যজিত দাশগুপ্ত। পুরষ্কার সমূহের মধ্যে রয়েছে- ১. সাসটেইনেবল ইন্স্যুরেন্স কোম্পানি অফ দ্যা ইয়ার, ২. বেস্ট ইন্স্যুরন্স কোম্পানি ইন পাবলিক সেক্টর’, ৩. বেস্ট ইউজ অফ মোবাইল টেকনোলজি’এবং ৪. বেস্ট ইউজ অফ আইটি অ্যান্ড টেকনোলজি’ পুরস্কার।
এর আগে ২০২১ সালে ২ টি, ২০২২ সালে চারটি এবং ২০২৩ সালে ৫টি ক্যাটাগরিতে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-এর সম্মাননা অর্জন করে সোনালী লাইফ। এছাড়াও ২০২২ সালে সোনালী লাইফ অর্জন করে ‘সামিট, এক্সপো অ্যান্ড সিওআইই অ্যাওয়ার্ড-২০২২’, আরটিভি বীমা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা।
কোম্পানি সংশ্লিষ্টরা বলছেন, সোনালী লাইফের বর্তমান পরিচালনা পর্ষদের গতিশীল নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। এ অর্জন সোনালীর অব্যাহত অগ্রযাত্রাকে তরান্বিত করবে।