জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ‘ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরে বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পে বরাদ্দ পাওয়া কয়েকজন সাবেক সচিবসহ ১২ জনের ফ্ল্যাট বাতিল করেছে গণপূর্ত মন্ত্রণালয়। আজ মঙ্গলবার এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে মন্ত্রণালয়টির সূত্র বলেছে।
ধানমন্ডি আবাসিক এলাকার ৬/এ সড়কের ৭১১ নম্বরে নির্মাণাধীন ভবনে সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বরাদ্দ করা মোট ১২টি ফ্ল্যাট বাতিল করা হয়েছে।
আরও পড়ুনঃ সরকারি খাতে ফুড ড্রিংক কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রাধান্য পাবে: বাণিজ্য সচিব
গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাবেক এই কর্মকর্তাদের ফ্ল্যাট বাতিলের বিষয়টি নিয়ে কাজ শুরু হয়। যাঁদের ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে, তাঁরা হলেন সাবেক বিচারক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. জহুরুল হক, সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, সাবেক সিনিয়র সচিব ও দুদকের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, সাবেক সচিব এম এ কাদের সরকার, সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম, সাবেক সচিব আকতারী মমতাজ, সাবেক সচিব মো. সিরাজুল হক খান, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ, সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক সিনিয়র সচিব ও সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক।
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ।