সিন্ডিকেটের দৌরাত্ম্যে ডিমের দাম পাচ্ছেন না প্রান্তিক খামারিরা

প্রান্তিক পোল্ট্রি খামারিরা ডিমের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটি বলছে, দেশে কর্পোরেট কোম্পানি ও বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের দৌরাত্ম্যে ছোট ও মাঝারি খামারিরা টিকে থাকতে হিমশিম খাচ্ছেন।

রোববার (৬ এপ্রিল) এক বিবৃতিতে বিপিএ গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, লাখ লাখ খামারি কঠোর পরিশ্রম করে ডিম ও মুরগি উৎপাদন করলেও তার সঠিক মূল্য পাচ্ছেন না। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি বাজারে ন্যায্যদাম না পাওয়ায় তারা দিন দিন ক্ষতির মুখে পড়ছেন।

সংগঠনটির সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, পোল্ট্রি শিল্পে কর্পোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্যের কারণে বাজারে স্বচ্ছতা নেই। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং তথ্য ও প্রযুক্তি ব্যবস্থার অভাবে প্রান্তিক খামারিরা অসহায় হয়ে পড়েছেন। অনেকেই ইতোমধ্যেই খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, দেশের অর্থনীতিতে বড় অবদান রাখার সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রান্তিক খামারিরা নানাভাবে অবহেলিত। তারা যদি তাদের উৎপাদনের সঠিক মূল্য পান, তবে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখতে পারবেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পোল্ট্রি খাতকে বাঁচাতে অবিলম্বে টেকসই নীতি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি, ডিজিটাল মার্কেটপ্লেস, বাজার বিশ্লেষণ, তথ্য সরবরাহ ও দিকনির্দেশনার মাধ্যমে খামারিদের সহযোগিতা করার দাবিও জানান তিনি।