চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে বারিকুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে শিবগঞ্জ উপজেলার ফতেপুর ও রঘুনাথপুর ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহা. আজম আলী বিষয়টি নিশ্চিত করেন।
নিহত বারিকুল ইসলাম উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগনাথপুর স্কুলছাম গ্রামের সেতাউরের রহমানের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. সাইদুর রহমান বলেন, শুক্রবার ভোররাতের দিকে কয়েকজন কৃষক জিরো লাইন এলাকায় জমিতে ধান লাগাতে গিয়েছিলেন। এই সময় বিএসএফ তাড়া দিলে সবাই পালিয়ে আসেন। কিন্তু বারিকুল ইসলাম বিএসএফের হাতে ধরা পড়েন। পরে ভারতীয় লোকজনের মাধ্যমে তার পরিবার জানতে পারে বিএসএফ রাকিবুলকে পিটিয়ে হত্যা করেছে।
দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা. আজম আলী বলেন, আমার ইউনিয়নের রাকিবুল নামে এক যুবককে বিএসএফ পিটিয়ে হত্যা করেছে। তার মরদেহ এখনো বিএসএফের কাছে আছে। এ বিষয়ে বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।
তবে এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক কেউ নিহত হয়েছে এমন তথ্য আমাদের কাছে নাই এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। এছাড়া কৃষক কেন ভোররাতে জমিতে ধান লাগাতে যাবে। দুই দেশের চোরাকারীদের মধ্যে কোনো ঝামেলা ঘটতে পারে। তবে বিএসএফ আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কোনো কিছু জানায়নি। তাই আসলে প্রকৃত ঘটনা কি ঘটেছে সেটি বলতে পারছি না।