সূচকের পতনে চলছে লেনদেন

সূচকের মিশ্র প্রতিক্রিয়া

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৭ জুলাই) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৮১ পয়েন্টে।

আরও পড়ুনঃ ফের সূচকের পতন, কমেছে ২ শতাধিক কোম্পানির দর

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭২ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭২ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৮৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছেস্টক ব্রোকারেজ পরিষেবা

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৬ টির, কমেছে ১৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯ টি কোম্পানির শেয়ারদর।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ