ব্যাংক ও পুঁজিবাজারের অবস্থা আগের থেকে উন্নত হচ্ছে। তবে পুঁজিবাজারে সূচক কমলেই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকে সরাতে হবে-এমন দাবি করা একেবারে ঠিক না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
শনিবার (২১ ডিসেম্বর) ব্যাংকিং অ্যালামনাকের ৬ষ্ঠ সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে ড. সালেহ উদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন।
অর্থ উপদেষ্টা বলেন, সঠিক তথ্য-উপাত্ত দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আমাদের দেশে ব্যাপক তথ্য বিভ্রাটের কারণে বিভ্রান্ত হতে হয়। তথ্য বিভ্রাটের ক্ষেত্রে নীতি নির্ধারকদের নেতিবাচক ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, তথ্যের গুণগত মান ঠিক রাখতে হবে। ব্যাংকিং অ্যালামনাইয়ের মতো পুঁজিবাজারের জন্যও একটি ইন্ডিপেন্ডেন্ট কিছু বের করতে পারলে ভালো হতো।
এছাড়াও তিনি বলেন, একটি ন্যাশনাল সিঙ্গেল উনডো করা যেতে পারে। এর ফলে ব্যবসায়ীরা এক স্থান থেকে সব তথ্য পাবে। একে ব্যবসায়ীদের ১০ জাযগায় দৌড়াতে হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার বলেন, আর্থিকখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা চাই। যাতে বিশৃঙ্খলা না হয়৷ আমরা ইত্যোমধ্যে বিভিন্ন বোর্ডে পরিবর্ত এনেছি।
সভাপতিত্বের বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হুসাইন জিল্লুর রহমান বলেন, তথ্যের জোগান দেয়া জরুরি৷ ভবিষ্যতে আরো কিছু যদি সংযোজন করতে হয়। ৫ টি বড় বিষয় রয়েছে সামষ্টিক অর্থনীতিতে৷