সেরা টেকসই রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল শেলটেক

সাসটেইনেবল নগরায়ণ ও দায়িত্বশীল নির্মাণে অবদানের জন্য ‘সেরা টেকসই রিয়েল এস্টেট কোম্পানি’ হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছে শেলটেক (প্রা.) লিমিটেড।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের যৌথ আয়োজনে এবার বিভিন্ন খাতের ৩৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। এরমধ্যে শেলটেকই একমাত্র রিয়েল এস্টেট কোম্পানি, যেটি টেকসই নগর উন্নয়নে অবদানের জন্য এই ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে।

গত শনিবার (১২ জুলাই) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

টেকসই নগর উন্নয়ন ও এসডিজি ২০৩০ লক্ষ্যমাত্রা অর্জনে তারা পরিবেশবান্ধব নির্মাণ ও কমিউনিটি-কেন্দ্রিক ডিজাইনের প্রতি শুরু থেকেই দায়বদ্ধ। প্রতিষ্ঠানটি ১৯৮৮ সাল থেকে ঢাকায় ৪ হাজার ১০০টির বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট হস্তান্তর করেছে। প্রতিটি প্রকল্পে সবুজ খোলা জায়গা, ছাদবাগান, সৌরবিদ্যুৎ ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রবেশযোগ্যতা নিশ্চিত করা হয়েছে। প্রকল্পগুলো স্বাস্থ্য, সামাজিক সম্প্রীতি ও পরিবেশ রক্ষার প্রতি সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছে।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ