ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। টালিউডে এভারগ্রিন নায়িকা হিসেবে ভক্তকুলের কাছে পরিচিত তিনি। কারণ, বয়স যেন কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি তার কাছে; নিজেকে সবসময় এগিয়ে রেখেছেন।
এসবকিছুর মাঝে এই নায়িকার ব্যক্তিগত জীবন চর্চায়। সম্প্রতি স্বস্তিকার একটি পোস্ট শোরগোল ফেলে দিয়েছে অভিনেত্রীর ভক্তদের মাঝে। যা থেকে সকলের মনে প্রশ্ন বেঁধেছে, তাহলে কি নতুন প্রেমের ইঙ্গিত দিলেন স্বস্তিকা?
শনিবার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন স্বস্তিকা। তাতে দেখা যায়, এক সমুদ্র সৈকতে চাঁদের আলোয় গায়ে মেখে বসে আছেন স্বস্তিকা। তবে তিনি একা নন, তার পাশে বসে রয়েছেন এক ব্যক্তি। পেছন থেকে ছবিটি তোলার জন্য স্পষ্ট নয় দুজনের মুখ। তাই নেটিজেনদের অনুমান, প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ছবিটি তুলেছেন স্বস্তিকা।
এই ছবির ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, ‘তোমরা যে বলো দিবস রজনি ভালোবাসা ভালোবাসা’। আর তা থেকেই প্রশ্ন বাঁধে, অভিনেত্রীর পাশে কে বসে রয়েছেন? জল্পনা হয়, নিশ্চয়ই নতুন প্রেমে মজেছেন স্বস্তিকা। যদিও এ নিয়ে পালটা কোনো মন্তব্য করেননি স্বস্তিকা।
স্বস্তিকার ব্যক্তিগত জীবন ছিল বরাবরের মতোই চর্চায়। ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে শিল্পী প্রমিত সেনের সঙ্গে বিয়ে হয় স্বস্তিকার। ভালোবাসার বিয়ে ছিল না। বাড়ি থেকে দেখাশোনা করেই হয় বিয়ে। বিয়ের বছর খানেকের মাথায় মা হন স্বস্তিকা। তবে তারও এক বছর পর সম্পর্কের অবনতি হওয়ায় সংসার ছেড়ে চলে আসেন অভিনেত্রী। না, আর ফিরে যাননি। বিচ্ছেদও নেওয়া হয়নি। এই দীর্ঘ ২৫ বছর নানা সম্পর্কে জড়ালেও আর বিয়ে করেননি স্বস্তিকা।