সোনালী ব্যাংক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে প্রাণিসম্পদ অধিদপ্তরের আমদানি-রপ্তানি সংক্রান্ত সকল কার্যক্রমের বিবিধ ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
২৯ ডিসেম্বর, রবিবার প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক এবং সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাসের উপস্থিতিতে নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান ও প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ মো. বয়জার রহমান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।