সদ্যই বিয়ে করেছেন ঢাকাই চিত্রনায়িকা শিরিন শিলা। দীর্ঘ ছয় বছর সম্পর্কে থাকার পর প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিলকে বিয়ে করেছেন তিনি। বিয়ে হতেই শিরিন-সাজিল এখন সাক্ষাৎ সুখী দম্পতি।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল এই তারকা যুগল। সেখানে কথা হয় তাদের প্রেমজীবন নিয়ে। শিরিন-সাজিলের ছয় বছরের এই সম্পর্কে বুনেছিল নানান গল্প। কোনো রাখঢাক না রেখেই প্রেমজীবনের যত গল্প অকপটে জানালেন নায়িকা।
শিরিনের কাছে জানতে চাওয়া হয়, প্রেমিক থেকে স্বামী বনে যাওয়া সাজিলের সম্পর্কে। তাতেও আপত্তি প্রকাশ করলেন না নায়িকা। তবে শিরিন দাবি করলেন, তাদের বিয়েটা নাকি আরও আগে হতে পারত। শুধুমাত্র সাজিলের কারণেই শুভ কাজটা পিছিয়েছে।
বিনোদন জগতের কে না জানতো শিরিন-সাজিলের প্রেমের কথা। সেক্ষেত্রে বিয়ে নিয়ে শিরিনকে কটাক্ষের মুখেও নাকি পড়তে হয়েছে। এতে স্বামীকে বিয়ের জন্য চাপ দিতে বাধ্য হয়েছিলেন শিরিন। নায়িকার কথায়, ‘যেহেতু আমাদের লং রিলেশনশিপ, তো আমাকে সাংবাদিকরা প্রায়ই প্রশ্ন করত। ফেসবুকে বাজে বাজে কমেন্টস আসতো, তো আমি তখন তার (সাজিল) ওপর রাগ করতাম। বলতাম, দেখো আমাকে নিয়ে ট্রল করা হচ্ছে, তুমি কেন আমাকে বিয়ে করছ না। করোনা গেল, এই সেই সমস্যা, এসব বলে বলে শুধু বিয়ের তারিখটা পিছিয়েছে।’
প্রেমজীবনে রাগ-অভিমান প্রসঙ্গে নায়িকা বলেন, ‘সম্পর্কে থাকাকালীন আমাদের ব্রেকাপও হয়েছে, সাময়িক ব্রেকাপ। ওর সাথে আমার ঝগড়া লাগত, ঝগড়া করে রাগ করে ব্লকও করে দিয়েছি। কিন্তু আমি রাগ করে থাকতে পারতাম না ওর ওপর। আধা ঘণ্টার ওপর কীভাবে যেন আমার রাগটা ভাঙিয়ে দিত।’
কাজের সূত্রেও কোনো শিরিনকে কখনও বাধা দেননি সাজিল। বরং আরও সমর্থন, উৎসাহ দিতেন প্রেমিকাকে। সাজিলের প্রশংসা করে শিরিন বললেন, ‘ওর মধ্যে আমি কখনও হিংসা দেখতাম না। ও সামনে বসে থাকলেও হিরোদের সঙ্গে আমি শ্যুটিং করতাম। আমি যখন ‘আনইজি’ ফিল করতাম, ও বলতো এটা তো তোমার কাজ, আমাকে দেখে লজ্জা পাচ্ছ কেন। আর আমি যেসব হিরোদের সঙ্গে শ্যুটিং করেছি, সব পরিচালক, প্রযোজকদের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল সাজিলের।’
এ সময় পাশে দাঁড়িয়ে ছিলেন সাজিলও। দ্বৈত এই বক্তব্যে দুজনের কথায়ই সম্মতি ছিল।
উল্লেখ্য, শিরিন-সাজিলের প্রথম সাক্ষাৎ হয় ২০১৮ সালের ১০ অক্টোবর। ৬ বছর আগের প্রেমের শুভদৃষ্টির দিনটিকে স্মরণ করে গত ১০ অক্টোবর বিয়ে সারেন তারা। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়।