স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারে পতনের মধ্যেই কো-সিইওর মৃত্যু

হান জং-হি প্রায় ৪০ বছর আগে স্যামসাংয়ে যোগ দেন। পরে ২০২২ সালে তিনি ভাইস চেয়াম্যান ও কো-সিইও হন। তার মৃত্যু এমন এক সময়ে হলো যখন স্যামসাং চ্যালেঞ্জিং সময় পার করছে। কারণ প্রতিষ্ঠানটির আয় এখন দুর্বল ও শেয়ারের দর পতনশীল।

স্যামসাং ইলেকট্রনিকসের কো-সিইও হান জং-হি হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর খবর মঙ্গলবার (২৪ মার্চ) নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের ভোক্তা ইলেকট্রনিকস ও মোবাইল ডিভাইস বিভাগের প্রধান হান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দায়িত্ব কে নেবেন তা এখনো নির্ধারণ করা হয়নি।

মঙ্গলবার (২৫ মার্চ) জাপান টুডে এ তথ্য নিশ্চিত করেছে।

হান প্রায় ৪০ বছর আগে স্যামসাংয়ে যোগ দেন। পরে ২০২২ সালে তিনি ভাইস চেয়াম্যান ও কো-সিইও হন। তার মৃত্যু এমন এক সময়ে হলো যখন স্যামসাং চ্যালেঞ্জিং সময় পার করছে। কারণ প্রতিষ্ঠানটির আয় এখন দুর্বল ও শেয়ারের দর পতনশীল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে পড়ার পাশাপাশি সম্প্রতি স্যামসাং তার শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতার অবস্থান অ্যাপলের কাছে হারিয়েছে।

গত সপ্তাহে হান স্যামসাংয়ের শেয়ারহোল্ডারদের সভায় সভাপতিত্ব করেন। সেখানে নির্বাহীরা এআই উত্থানের সুযোগ নিতে ব্যর্থ হওয়ায় সমালোচিত হন। তিনি শেয়ারহোল্ডারদের উদ্দেশে বলেন, ‘সাম্প্রতিক শেয়ার পারফরম্যান্সের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। গত এক বছরে আমাদের কোম্পানি দ্রুত পরিবর্তনশীল এআই সেমিকন্ডাক্টর বাজারের সঙ্গে যথাযথভাবে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে।

বুধবার স্যামসাংয়ের নতুন হোম অ্যাপ্লায়েন্সের উদ্বোধনী অনুষ্ঠানে হানের যোগ দেয়ার কথা ছিল। তার আকস্মিক মৃত্যুকে প্রতিযোগিতামূলক বৈশ্বিক প্রযুক্তি বাজারে স্যামসাংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।