হাতিরঝিলে চলন্ত গাড়িতে আগুন, দীর্ঘ যানজট

রাজধানীর হাতিরঝিলে ব্রিজের ওপর একটি চলন্ত গাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে যানজটের কারণে ফায়ার সার্ভিস একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে দুপুর ১টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। এই ঘটনায় কোনও হতাহত না হলেও সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম জানান, রাজধানীর হাতিরঝিলে একটি ওভারপাসের ওঠার মুখে চলন্ত একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা ১২টা ২৫ মিনিটে খবর পাই এবং সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট পাঠাই। কিন্তু তীব্র যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে অনেক সময় লেগেছে।

হাতিরঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিহাদুল ইসলাম জানান, হাতিরঝিলের ওভারপাসে হঠাৎ করেই মাইক্রোবাসটির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, এবং মুহূর্তের মধ্যে গাড়িটি দাউ দাউ করে জ্বলে উঠে। আশপাশের গাড়িগুলো দ্রুত সরে গেলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে আগুনের ফলে ওভারপাস দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার প্রভাব পড়ে আশপাশের এলাকাতেও।