হাসান আরিফের প্রথম জানাজা আজ, শনিবার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

অন্তবর্তী সরকারের উপদেষ্টা আডভোকেট এ এফ হাসান আরিফের প্রথম জানাজা আজ শুক্রবার (২০ ডিসেম্বর) এশার নামাজের পর অনুষ্ঠিত হবে। রাজধানীর ধানমণ্ডি ৭ নম্বরের বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা হবে।

এরপর আগামীকাল শনিবার হাইকোর্ট প্রাঙ্গণে বেলা ১১টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকেমিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস শোক জানিয়েছেন। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শোক জানিয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অ্যাডভোকেট হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।