প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস হয়ে গেছে। এবার সামনে হোয়াইটওয়াশ মিশন। মিরপুরে আজ সিরিজের শেষ টি-টোয়েন্টি জিতলে সেই মিশন পূরণ হবে বাংলাদেশের।
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ পাকিস্তান প্রথমে ব্যাট করবে।
প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেট আর দ্বিতীয় ম্যাচে ৮ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ