১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত খুলতে লাগবে আয়কর রিটার্ন

১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত খুলতে ও বহাল রাখতে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করেছে সরকার। সেই সঙ্গে ১০ লাখ টাকার বেশি ঋণ নেওয়ার ক্ষেত্রেও আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এই আইনের অন্যান্য বিধানে যাহ কিছুই থাকুক না কেন, দ্বৈত কর পরিহার চুক্তি প্রধান্য পাবে।

১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত হিসাব খোলা ও বহাল রাখা এবং ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পাশাপাশি আরও বেশ কয়েকটি ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে এই গেজেটের মাধ্যমে। এর মধ্যে রয়েছে-

  1. ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনা।
  2. কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হতে হলে।
  3. আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ অথবা নবায়ন করতে।
  4. সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করতে।
  5. সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে।
  6. সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে।

7.চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন করতে।

  1. মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আেইন ১৯৭৪-এর অধীন নিকাহ্ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২ (২০১২ সনের ৪০ নং আইন) এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক ও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৮৭২-এর অধীন রেজিস্ট্রার হিসাবে লাইসেন্স প্রাপ্তি অথবা নবায়ন করতে।
  2. ট্রেডবডি বা কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি অথবা নবায়ন করতে।
  3. স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে লাইসেন্স নবায়নে।

11.ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স, কাস্টমস এজেন্ট লাইসেন্স, ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স ও বায়িং হাউজ নিবন্ধন গ্রহণ ও নবায়নে।

  1. যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে।
  2. সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ পেতে।
  3. সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ পেতে।
  4. লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, ডাম্ব-বার্জসহ যেকোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে।

16.পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হতে ইট উৎপাদনের অনুমতি গ্রহণ ও নবায়নে।

  1. সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে।
  2. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণে ও নবায়নে।
  3. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গ্রহণে ও নবায়নে।
  4. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়।
  5. পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে।

22.ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ