বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের ক্যাডার বহির্ভূককরণে উদ্যেগের প্রতিরোধসহ ১৫ দফা দাবি জানিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. সিরাজুল ইসলাম। লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজিব উদ্দিন। সংবাদ সম্মেলনে ১৫ দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তারা। অন্যথায় ৩০ ডিসেম্বর নতুন কর্মসূচী ঘোষণা দেওয়ার কথা জানান।