১৬ হাজার কিশোরীকে বাইসাইকেল দেবে সরকার

নারীদের শিক্ষা, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতির জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করতে যাচ্ছে সরকার। প্রকল্পগুলো নারীদের সামনাসামনি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে, বিশেষত গ্রামাঞ্চল ও অবহেলিত অঞ্চলের নারীদের শিক্ষিত করতে এবং অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক গতিশীলতা অর্জনে সহায়তা করবে। প্রকল্পগুলো বাস্তবায়ন করবে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংঘ।

গ্রামাঞ্চলের মেয়েদের বাল্যবিবাহ প্রতিরোধ এবং নিয়মিত স্কুলে উপস্থিতি নিশ্চিত করতে সাইকেল দেওয়ার প্রকল্প নিচ্ছে সরকার।

‘কিশোরী ক্ষমতায়নে স্কুলগামী ছাত্রীদের সাইকেল প্রদান’ প্রকল্পটির লক্ষ্য ষষ্ঠ শ্রেণি ও এর ওপরের স্কুলগামী কিশোরীদের স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ বাড়ানো। প্রকল্পটি আটটি জেলার ৫৯টি উপজেলায় বাস্তবায়িত হবে। জেলাগুলো হলো— শরীয়তপুর, খাগড়াছড়ি, সাতক্ষীরা, পাবনা, হবিগঞ্জ, ভোলা, গাইবান্ধা ও শেরপুর। প্রকল্পটির মোট বাজেট ২৪ কোটি ৯৬ লাখ টাকা।

প্রকল্পটি ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে। ১৬ হাজার মেয়েকে সাইকেল দিয়ে তাদের স্কুলে যাতায়াত সহজ করা হবে এবং এর মাধ্যমে তাদের আত্মবিশ্বাস ও স্বাধীনতা বাড়বে, যা নারীর ক্ষমতায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।