বাংলাদেশের অন্যতম সক্রিয় চলচ্চিত্র সংসদ ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। ২০০৬ সালে প্রতিষ্ঠিত ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি বাংলাদেশে চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে এবং দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের গতিধারাকে বেগবান করায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চলচ্চিত্র সংস্কৃতির শুদ্ধচর্চাকে ব্রত করে চলা ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি গতকাল ১০ নভেম্বর সংগঠনটির প্রতিষ্ঠার ১৮তম বর্ষপূর্তি উদযাপন করেছে।
গতকাল ১০ নভেম্বর ২০২৪, রোববার, সন্ধ্যা ৬টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ৮০২ নং হলরুমে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও সভা অনুষ্ঠিত হয়। সভায় ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ২০২৪-২০২৭ কার্যবছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র প্রতিষ্ঠাতা চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুনকে সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ হলেন: সহ-সভাপতি স্থপতি রাজন দাশ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ রনি, অর্থ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক আহমেদ ও দপ্তর সম্পাদক জিকরুল ফাহিম। কমিটির নির্বাহী সদস্য ৪ জন। সদস্যরা হলেন, হাফিজুল ইসলাম আপন, মাহবুবুল ইসলাম, কামরুল হাসান কাইউম ও জব্বার ফারুকী।
সভায় বিগত দিনের কর্মসূচিসমূহের উপর বিশদ আলোচনা, অর্থনৈতিক প্রতিবেদন পেশ এবং আগামীদিনের কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনার পর সভায় তা সর্বসম্মতিতে গৃহিত হয়।