বর্তমান সময়ে সবার হাতেই স্মার্টফোন। শিশু থেকে বৃদ্ধ, সকলেই সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ। সোশ্যাল মিডিয়ার একদিকে যেমন সুবিধা রয়েছে, অন্যদিকে এর অসুবিধাও রয়েছে ব্যাপক। এখন ১৮ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে বাবা-মায়ের সম্মতির প্রয়োজন হবে। এই মর্মে আগামী দিনে একটি নিয়ম আনতে চলেছে ভারতের মোদি সরকার।
ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় পার্সোনাল ডিজিটাল ডেটা সুরক্ষা আইনের খসড়া সম্প্রতি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা। এর মধ্যে কোন পক্ষ আপত্তি না জানালে এই নিয়মই জারি থাকবে।
কেন্দ্রীয় সরকার গত শুক্রবার জনসাধারণের পরামর্শের জন্য ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন নিয়ম, ২০২৫ এর খসড়া প্রকাশ করেছে। ১৮ ফেব্রুয়ারির পর খসড়া চূড়ান্ত করার পথে হাঁটবে মোদি সরকার।
সরকার ২০২৩ সালের আগস্টে সংসদে এই আইনটি চালু করেছিল। এখন ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারির মধ্যে এই খসড়ার বিষয়ে জনগণের কাছ থেকে মতামত যাওয়া হয়েছে। MyGov.in-এর মাধ্যমে ডেটা সুরক্ষা আইন সম্পর্কে প্রতিক্রিয়া দিতে পারবেন। মতামত পাওয়ার পর সরকার এই বিষয়ে আলোচনা করবে।
ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইনে উল্লিখিত নিয়ম অনুসারে, ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য আগামী দিনে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা কঠিন হতে চলেছে। এই আইনে ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, mygov.in-এই লিঙ্কে গিয়ে এই খসড়া সম্পর্কে আপত্তি জানানোর পাশাপাশি এই খসড়ার বিষয়ে মতামতও দেওয়া যেতে পারে। জনগণের মতামত নিয়ে মন্ত্রণালয় আলোচনা করবে এবং নিয়ম লঙ্ঘনকারী সংস্থার উপর জরিমানার বিধানও ধার্য করা হতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।