২০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এর পরিমাণ অন্তত এক বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্রে আজ এতথ্য জানা গেছে। এর আগে রিজার্ভ এর পরিমাণ ছিলো ১৯ বিলিয়ন মার্কিন ডলার। ফলে দীর্ঘদিন পর বৈদেশিক মূদ্রার সঞ্চয় ২০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

জানা গেছে, আইএমএফ এর ঋণের কিস্তি যোগ হয়েছে তিনহাজার ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া বৈদেশিক মূদ্রাসহ অন্যান্য খাত থেকে হওয়া সঞ্চয় মিলিয়ে তা এক বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশ ব্যাংকে সঞ্চয়ের পরিমাণ এখন ২০ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ২০২১ সালে বাংলাদেশ ব্যাংকে সঞ্চয় এর পরিমাণ ছিলো ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। আওয়ামী লীগ সরকারের শেষ দিকে এসে নানা অনিয়ম, অর্থলোপাট ও লাগামহীন পাচারের কারণে তলানিতে ঠেকে রিজার্ভ এর পরিমাণ। পচারের পথগুলো বন্ধের উদ্যোগ, হুন্ডিকে নিরুৎসাহীকরণসহ নানা পদক্ষেপের কারণে ক্রমান্বয়ে বাড়ছে বৈদেশিক মূদ্রার রিজার্ভ।