গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা) পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত মিলে ৩ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকা টোল আদায় করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৯ টায় পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে মোট ২৬ হাজার ৪২৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয় ১৪ হাজার ৯৯২টি যানবাহন এবং জাজিরা প্রান্ত দিয়ে ১১ হাজার ৪৩৬টি যানবাহন পারাপার হয়।
পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, ঈদ ঘিরে পদ্মা সেতু হয়ে মাওয়া প্রান্তে যানবাহনের তেমন কোনো চাপ লক্ষ্য করা যায়নি। এ অবস্থায় রাজধানী থেকে দক্ষিণবঙ্গমুখী যানবাহনগুলো নির্বিঘ্নে সেতু পারাপার হচ্ছে।