২ নভোচারীকে ফিরিয়ে আনতে রওয়ানা হয়েছে ক্রু-৯

আন্তর্জাতিক মহাশূন্য স্টেশনে (আইএসএস) অবস্থানরত দুই নভোচারীকে ফিরিয়ে আনতে মহাশূন্য পাড়ি দিয়েছে ক্রু-৯ মিশন।

শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের কেপ কানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের লাঞ্চ কমপ্লেক্স-৪০ থেকে দ্য স্পেসএক্স ক্রু ড্রাগন মিশন আন্তর্জাতিক মহাশূন্য স্টেশন (আইএসএস) অভিমুখে রওয়ানা দেয়।

আইএসএসে অবস্থানরত নভোচারী সুনীতি উইলিয়ামস ও বুচ উইলমোরকে নিয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এটি পৃথিবীতে ফিরে আসবে।

শনিবার স্পেসএক্স ফ্যালকন ৯ রকেট ও ড্রাগন স্পেসক্রাফট দুইজন নভোচারী নিয়ে রওয়ানা দিয়েছে। এতে মোট ৪টা আসন রয়েছে। এটিতে দুটি আসন খালি থাকছে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের জন্য।

যে দুজন নভোচারী বর্তমানে ক্রু-৯ মিশনে রয়েছেন, তারা হলেন, নিক হেগ ও রসকসমস কসমোনাট আলেক্সান্দার গোরবুনভ। এর মধ্যে নিক হেগ মিশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে চলতি বছরের ৫ জুন নভোচারী সুনীতা উইলিয়ামস এবং বাচ উইলমোরকে নিয়ে ৮ দিনের টেস্ট ফ্লাইট হিসেবে আইএসএসে যায় স্টারলাইনার স্পেসএক্স। কিন্তু স্পেসএক্সে ত্রুটি দেখা দেওয়ায় তাদের না নিয়ে পৃথিবীর দিকে রওয়ানা হয় সেটি। সে কারণে ৮ মাস ধরে তাদের সেখানেই অবস্থান করতে হচ্ছে।

তাদেরকে ফিরিয়ে আনতেই শনিবার (২৮ সেপ্টেম্বর) স্পেসএক্স ক্রু ড্রাগন মহাশূন্য স্টেশনে পাঠানো হলো।